শঙ্কর মহাদেবানের গানে সম্মান প্রদর্শন সেনাবাহিনীকে, মাতল গোটা স্টেডিয়াম

0
1

নাচে, গানে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান(IPL Closing Ceremony) থেকে সেনাবাহিনীকে(Indian Armed Force) সম্মান প্রদর্শন বিসিসিআইয়ের(bcci)। মঞ্চ মাতালেন শঙ্কর মহাদেবান। কেশরির গান দিয়ে শ্রদ্ধা নিবেদনটা শুরু। আর শেষ হল শঙ্কর মহাদেবানের(Shankar Mahadevan) গলায় “সবসে আগে হাম হ্যায় হিন্দুস্তানি”- গান দিয়ে। আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান ঘিরে গোটা স্টেডিয়াম জুড়ে শুধুই ছিল তেরঙ্গা। শুধু বিসিসিআই নয়, আহমেদাবাদের গ্যালারীতে থাকা দর্শকরাও এদিন সেনাবাহিনীকে কুর্ণিশ জানালেন।

পরিবর্তিত সূচি অনুযায়ী আইপিএল সুরু হওয়ার কয়েকদিন পরই এই ঘোষণা হয়ে গিয়েছিল। সমাপ্তি অনুষ্ঠানে অপারেশন সিন্দুরে(Operation Sindoor) সেনাবাহিনীর(Indian Armed Forc) বীরত্ব ও কৃতিত্বকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছিল বিসিসিআই। সেখানেই আরও বেশী মাত্রা বাড়াল শঙ্কর মহাদেবান(Shankar Mahadevan)। ফাইনালের স্বাক্ষী হতে এদিন বিকেল চারটে নয়, সেই দুপুর থেকেই মাঠে ভিড় জমাতে শুরু করেছিলেন সমর্থকরা।

শুরুতেই ছিল নাচের অনুষ্ঠান। কেশরির গানেই সেনাবাহিনীকে প্রথম সম্মান জানানো। এরপরই মঞ্চে হাজির শঙ্কর মহাদেবান। অপেক্ষাটা তাঁরই ছিল। তিনি মাঠে আসতেই দর্শকদের চিত্কারটা যেন আরও কয়েক গুন বেড়ে গেল। এরপরই শঙ্কর মহাদেবানের(Shankar Mahadevan) একেক গান। আর প্রতিটি গানই দেশের জওয়ানদের উদ্দেশ্যে উতসর্গ করা।

শঙ্কর মহাদেবানের গানের সুরে গলা মেলালেন এদিন গ্যালারীতে থাকা অসংখ্য দর্শকও। প্রায় আধ ঘন্টার অনুষ্ঠানে মাতল আহমেদাবাদ স্টেডিয়ামের প্রতিটা দর্শকই।