ওডিআই(ODI) ক্রিকেটের ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে আইসিসি(ICC)। শোনা যাচ্ছে আগামী মাস থেকেই নাকি এই নিয়ম কার্যকরী হবে। আর এই নিয়ম বদলের ক্ষেত্রেও নাকি নেপথ্য কারিগড় সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। তাঁর নেতৃত্বাধীন কমিটির প্রস্তাবিত এই নিয়মই এবার প্রযোগ করতে চলেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি(ICC)। ওডিআই(ODI) ক্রিকেটে বদলে যাচ্ছে বল পরিবর্তনের নিয়ম।
টেস্ট এবং টি টোয়েন্টিকে আরও জনপ্রিয় করার জন্য আগে থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি নানান প্রস্তাব দিয়েছে এবং সেই মতো সাফল্যও এসেছে। কিন্তু ওডিআই ক্রিকেট ক্রমেই তার জনপ্রিয়তা যেন হারাচ্ছেন। সেইসঙ্গে বোলাররাও এই ফর্ম্যাটে সুবিধা কম পাচ্ছে বলেই মনে করছেন সকলে। ক্রমেই যেন ওডিআই(ODI) ফর্ম্যাটও ব্যাটারদের পক্ষেই চলে যাচ্ছে।
সেই কারণেই এবার বল পরিবর্তনের নিয়ম বদলের প্রস্তাব করা হয়েছিল পুরুষদের ক্রিকেট কমিটির তরফে। সৌরভ গঙ্গোপাধ্যায়দের সেই প্রস্তাবই মেনে নিয়ে প্রয়োগ করতে চলেছে আইসিসি। এতদিন ২৫ ওভার পর বল পরিবর্ত করা যেত। নতুন বল নিতে হত। কিন্তু এখন সেই নিয়ম বদলে গিয়েছে। ম্যাচের ৩৪ ওভার পর্যন্ত দুটো বলে খেলা হবে।
ম্যাচের ৩৫ তম ওভার থেকে সেই দুটো বলের মধ্যে থেকেই একটি বেছে নিতে হবে। এরফলে বোলাররাও কিছুটা সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। সেই বলেই ৫০ ওভার পর্যন্ত খেলা হবে। আর এই নিয়ম বদলের প্রস্তাবও নাকি সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) নেতৃত্বাধীন কমিটিই দিয়েছেন।
এই নিয়ম আগামী মাস থেকেই বলবৎ করতে চলেছে আইসিসি। তাতে ওডিআই ক্রিকেটকে আরও উত্তেজক করে তোলা যায় কিনা সেদিকেই তাকিয়ে সকলে।
–
–
–
–
–
–
–
–
–
–