অস্কারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো ইস্টবেঙ্গল

0
2

সুপার কাপ শুরু হওয়ার আগেই কার্যত চুক্তিটা হয়ে গিয়েছিল। অপেক্ষাটা ছিল সরকারীভাবে ঘোষণা হওয়ার। অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon) সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়ালো ইস্টবেঙ্গল(Eastbengal)। বৃহস্পতিবারই সরকারীভাবে সেই কথা ঘোষণা করে দিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এই মুহূর্তে বিদেশি ফুটবলার বাছা নিয়েই চলছে জোর রদমে প্রস্তুতি। নতুন মরসুমে নতুনভাবেই এবার শুরু করতে চায় ইস্টবেঙ্গল(Eastbengal)।

এবারের আইএসএলে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ইস্টবেঙ্গল। ৯ নম্বর পজিশনে শেষ করেছিল তারা। মরসুমের মাঝপথেই কোচ বদল করে অস্কার ব্রুজোঁকে(Oscar Bruzon) নিয়ে আসা হয়েছিল। তাঁর হাত ধরেই খানিকটা ঘুরে দাঁড়াতে পেরেছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। নতুন মরসুমেও সেই অস্কারের ওপরই ভরসা দেখাচ্ছে লাল-হলুজ ম্যানেজমেন্ট।

আগামী এক বছরের জন্য ইস্টবেঙ্গলের হেডস্যার অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। তবে ডুরান্ডে কোচের আসনে তিনি থাকবেন কিনা সেটা নিয়ে এখনও পর্যন্ত খানিকটা ধোঁয়াশা রয়েছে। এবার ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল হয়েছেন থংবোই সিংটো। অস্কার ব্রুজোঁ এবং তিনি মিলিয়েই এবারের স্কোয়াড তৈরির সিদ্ধান্তটা নিয়েছে।

এই বৃহস্পতিবারই আবার জন্মদিন ছিল অস্কারের। সেই দিনই ঘোষণা করা হল তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত।