হনুমান জয়ন্তীতে পুত্রলাভ তেজস্বীর, লালু নাম রাখলেন ‘ইরাজ’

0
2

মঙ্গলবার ভোরে কলকাতার বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের (Tejashwi Yadav) পুত্রসন্তানের। গোটা পরিবারে খুশির ছোঁয়ার পাশাপাশি বাংলাতেও লেগেছে তার ছোঁয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে সদ্যজাতকে দেখে এসেছেন। শুভেচ্ছা জানিয়েছেন তেজস্বী ও লালু প্রসাদ যাদবকেও (Lalu Prasad Yadav)। আর তার পরেই শুরু হয়েছে জল্পনা – কী নাম হবে নবজাতকের।

তেজস্বী মঙ্গলবারই জানিয়েছিলেন যে নামই ভাবা হোক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। ঠিক যেভাবে তেজস্বীর কন্যা কাত্য়ায়নীর নাম রেখেছিলেন লালু, সেভাবেই পুত্রের নামও রাখবেন তিনিই, জানান তেজস্বী। দিন পেরোতেই চূড়ান্ত হয়ে গেল, তেজস্বীর পুত্রের নাম হবে ইরাজ। নাম রাখেন লালু নিজেই।

নামকরণের পরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লালু (Lalu Prasad Yadav) জানান, তাহলে আমাদের কাত্যায়নীর ছোটভাইয়ের নাম আমি ও রাবড়ি দেবী রাখলাম ইরাজ (Iraj)। তেজস্বী ও রাজশ্রী ওর পুরো নাম দিয়েছে ইরাজ লালু যাদব।

সেই সঙ্গে নামকরণের কারণ ব্যাখ্যা করে লালু লেখেন, কাত্যায়নীর জন্ম হয়েছিল কাত্যায়নী অষ্টমীতে, নবরাত্রীর ষষ্ঠ পুণ্য দিনে। এবং এই ছোট্ট খুশির বন্যা জন্ম নিয়েছে বজরং বলি হনুমানজির মঙ্গলময় দিন মঙ্গলবার, তাই এর নাম রাখা হল ইরাজ (Iraj)।