৪ ঘণ্টার মধ্যেই অভিনেতার হারানিধি ফেরাল বিধাননগর পুলিশ! ধন্যবাদ যুধাজিতের!

0
2

পর্দার দুর্ধর্ষ ভিলেন। ধন্যবাদ জানালেন পুলিশকে (Police)। না কোনও ফিল্ম বা ওয়েব সিরিজের স্ক্রিপ্ট নয়। কঠিন বাস্তব। অনলাইন ক্যাবে ফেলে আসা হিরের আংটি ও মানিব্যাগ ৪ ঘণ্টার মধ্যেই ফেরাল বিধাননগর পুলিশ (Bidhannagar Police)। ধন্যবাদ জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা যুধাজিত সরকার (Judhajit Sarkar)।

২০ মে রাতে যুধাজিত শুটিং সেরে ফেরার সময় তাঁর মানিব্যাগ ও আংটি অ্যাব ক্যাবে (Cab) ফেলে চলে আসেন। পোস্টে অভিনেতা জানান, বাটানগরে একটি শুটিং শেষ করে তিনি ও তাঁর তিন সহ-শিল্পী বাড়ি ফেরার সময় জন্য ক্যাব বুক করেন। শরীর ক্লান্ত থাকার ফলে গাড়িতেই ঘুমিয়ে পড়েন তাঁরা। বাড়িতে ফিরে ব্যাগ খুলতেই দেখেন মানিব্যাগ নেই। তৎক্ষণাৎ বুঝতে পারেন ক্যাবেই ফেলে এসেছেন তিনি। ফোন করলে মানিব্যাগের কথা অস্বীকার করেন চালক এবং আচরণ সন্দেহজনক মনে করেন অভিনেতা। যুধাজিতের খেয়াল হয় শুটিংয়ের সময় নিজের হিরের আংটিটিও খুলে মানি ব্যাগে রাখেন তিনি।
আরও খবরসব দফতরের কাছে DA প্রাপক কর্মী ও অবসরপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা চাইল অর্থ দফতর

ঘটনা জানিয়ে লেক টাউন থানায় জেনারেল ডায়েরি করেন যুধাজিত (Judhajit Sarkar)। মামলার দায়িত্বে ছিলেন সাব-ইনস্পেক্টর প্রিয়াঙ্কা ঘোষ। যুধাজিতের কথায়, “আমি ভাবতেও পারিনি আমি আমার মানিব্যাগ বা হিরের আংটি ফিরে পাব। তবে এসআই ঘোষ মাত্র চার ঘণ্টার মধ্যে ফোন করে জানান, সব কিছু উদ্ধার হয়েছে!” এই দ্রুত ও সফল তদন্তের জন্য অভিনেতা কৃতজ্ঞতা জানান বিধাননগর সিটি পুলিশের প্রতি। বিধান নগর পুলিশ ও  গোটা তদন্তকারী দলকে ধন্যবাদ জানান পর্দায় ভিলেন।