কেরালার পরে মুম্বই: সময়ের আগে আসা বর্ষায় বিপর্যস্ত দক্ষিণ ভারত

0
2

নির্দিষ্ট সময় থেকে ৮ দিন আগে কেরালায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু প্রভাবিত বর্ষা। বর্ষার এই নিয়ম ভাঙার খেলায় এ বছর কেরালার পাশাপাশি মহারাষ্ট্রেও (Maharashtra) সময়ের নিয়ম ভেঙে পৌঁছে গেল বর্ষা। কেরালায় (Kerala) পৌঁছানোর মাত্র ২৪ ঘন্টার মধ্যে বর্ষার বৃষ্টি প্রত্যক্ষ করল বাণিজ্য নগরী মুম্বই। আর প্রথম বৃষ্টিতেই জলমগ্ন মুম্বইসহ (Mumbai) মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা। হলুদ সতর্কতা জারি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে।

রবিবার রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। কুর্লা, সিওন থেকে দাদর এলাকা জলমগ্ন। বৃষ্টিতে জলমগ্ন সাবার্বান রেলের (local train) লাইন। কল্যাণ এলাকায় রাত থেকে জল জমে থাকায় সকাল থেকে ব্যাহত লোকাল ট্রেন (local train) চলাচল। সোমবারও মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মহারাষ্ট্রের পাশাপাশি তেলেঙ্গানাতেও (Telengana) সময়ের আগে বর্ষা প্রবেশের সতর্কতা আবহাওয়া দফতরের। রাজধানী হায়দরাবাদসহ তেলেঙ্গানার একাধিক জেলায় ৩০ মে পর্যন্ত জারি করা হল হলুদ সতর্কতা। সোমবার কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরির সমুদ্র তীরবর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণের রাজ্যগুলিতে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেলেও উত্তরের রাজ্যগুলিতে পিছু ছাড়ছে না প্রাকৃতিক বিপর্যয়। রবিবারই রাজধানী দিল্লিতে (Delhi) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ধুলোর ঝড়ের (sand storm) সতর্কতা জারি হয়েছিল। একইভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সর্তকতা জারি হয়েছে গুজরাট, হরিয়ানা, পঞ্জাব, চন্ডিগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের কিছু জেলা এবং ঝাড়খণ্ডে।

অন্যদিকে উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতো উত্তরের জেলাগুলিতে (north Bengal) সোমবার থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া, মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কমার এবং মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।