প্লেঅফের আগে সস্ত্রীক রাম মন্দিরে বিরাট কোহলি

0
2

আইপিএলের(IPL) প্লেঅফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। সেই মঞ্চে নামার আগেই স্ত্রী অনুস্কার সঙ্গে অযোধ্যায় রাম মন্দিরে বিরাট কোহলি(Virat Kohli)। এখনও পর্যন্ত একবারও আইপিএল(ipl) জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে পৌঁছলেও ব্যর্থ হয়েই বারবার সাজঘরে ফিরতে হয়েছে তাদের। এবার আইপিএল জিততে মরিয়া বিরাট কোহলি(Virat Kohli)। এই একটাই ট্রফি অধরা রয়েছে তাঁর। সেই আইপিএলের প্লেঅফে নামার আগেই অযোধ্যায় ভগবান শ্রী রামের দর্শনে বিরুস্কা(Virushka)।

গোটা পরিবারের সঙ্গেই তিনি রামমন্দির সহ হনুমান গরহিও দর্শন করেন বিরাট কোহলি। তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসা মাত্রই ভাইরাল। ভিডিও ঘুরে বেড়াচ্ছে নানান সোশ্যাল মাধ্যমে। এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। তাঁকে ঘিরে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে আরসিবির অগুন্তী সমর্থকরা। বিরাট কোহলি যে নিজেও আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন তা বলার অপেক্ষা রাখে না।

প্লেঅফের আগে লিগ পর্বের শেষ ম্যাচে হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও তা নিয়ে এখন ভাবছে না তারা। সামনে রয়েছে প্লেঅফের লড়াই। সেখানেই নিজেদের সেরা পারফরম্যান্সটা দেখাতে চান বিরাট কোহলি সহ আরসিবি শিবিরের সকলেই। তার আগেই এদিন মন্দির দর্শনে বিরুস্ক। দীর্ঘক্ষণ মন্দিরে সময়ও কাটান তারা। সেখানে পুজোও দেন বিরাট কোহলি।

কয়েকদিন আগেই টেস্ট থেকে অবসর নেওয়ার পর বৃন্দাবনে প্রেমানন্দজীর আশ্রমে সস্ত্রীক গিয়েছিলেন বিরাট কোহলি। সেখানে দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে সময় কাটিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এবার রাম মন্দিরে শ্রী রামের দর্শনে গেলেন বিরাট।