সহকর্মীর প্রাণ বাঁচাতে খরস্রোতা নদীতে ঝাঁপ, মৃত্যু সেনা অফিসারের

0
2

দেশ রক্ষার স্বপ্ন নিয়ে ছ’মাস আগে সেনাবাহিনীতে (Indian Army) যোগদান করেছিলেন লেফটেন্যান্ট শশাঙ্ক তেওয়ারি (Shashank Tewari)। যুদ্ধের ময়দানে মৃত্যুকে বুক পেতে বরণ করার কথা বলেছিলেন পরিবারে। সেনার উর্দি গায়ে মাত্র ৬ মাস কাজ করার সুযোগ দিল জীবন। বুলেটের গুলিতে নয় বরং নদীতে তলিয়ে যাওয়া সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাতে তরুণ সেনাকে। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনা সিকিমে (Sikkim)। খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে নিজে আর ফিরলেন না ২৩ বছরের শশাঙ্ক।

গত কয়েকদিন ধরেই সে রাজ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছে। সঙ্গে দোসর ধস। এদিন সেনা ঘাঁটি থেকে বেরিয়ে রুট ওপেনিং পেট্রোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেলেন তরুণ চেনা অফিসার। তখনই কাঠের সেতু পার হতে গিয়ে পা পিছলে খরস্রোতা নদীতে পড়ে যান অগ্নিবীর স্টিফেন সুব্বা। জীবনের তোয়াক্কা না করে তাঁকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন শশাঙ্ক। পরে নায়েক পুকার কাটেল নামে আরও এক জওয়ান এগিয়ে আসেন। কোনও রকমে সুব্বাকে উদ্ধার করা গেলেও শশাঙ্ককে বাঁচানো যায়নি। ঘটনাস্থল থেকে ৮০০ মিটার দূরে তরুণ সেনা অফিসারের মৃতদেহ উদ্ধার করা হয়। কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার।