জিতেই চলেছে মোহনবাগান(Mohunbagan)। ফুটবলে সাফল্যের পর ক্রিকেটেও একের পর এক সাফল্য পেয়ে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। ইডেনে জেসি মুখার্জী টি টোয়েন্টি ট্রফি(JC Mukherjee T20 Trophy) চ্যাম্পিয়ন মোহনবাগান(Mohunbagan)। ফাইনালে কালীঘাটের বিরুদ্ধে ৪ উইকেটে ম্যাচ জিতে নিল মোহনবাগান। কালীঘাট(Kalighat) ১৭৯ রানের লক্ষ্য মোহনবাগানের সামনে দিলেও, মোহনবাগানকে সেই ম্যাচে জয় পেতে খুব একটা কষ্ট করতে হয়নি। মোহনবাগানের মাত্র ৬ উইকেটই তুলতে পেরেছিলেন কালীঘাটের বোলাররা।
বোলাররা তাদের কাজটা করেই দিয়েছিলেন। বাকিটা সামলে দিয়েছিলেন মোহনবাগানের(Mohunbagan) ব্যাটাররা। বিশেষ করে মোহনবাগানের তারকা ব্যাটার সুদীপ কুমার ঘরামি। তাঁর ২৮ বলে ৬২ রানের ঝোরো ইনিংসটাই কার্যত মোহনবাগানের জয়ের রাস্তাটা আরও প্রশস্ত করে দিয়েছিল। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মোহনবাগান।
এদিন মোহনবাগানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করেছিল কালীঘাট। সেখানেই শেখর মন্ডলের ৬১ রান ও শুভম চট্টোপাধ্যায়ের ৫০ রানের ইনিংসে ভর করে ১৭৯ রানে করে কালীঘাট। ইডেন গার্ডেন্সে টি টোয়েন্টিকর মঞ্চে এই রান তাড়া করাটা যে খুব একটা কঠিন নয় তা মোহনবাগান ভালো ভাবেই জানত। জবাবে ব্যাটিং করতে নেমে সুদীপ ঘরামির ২৮ বলে ৬২ রানের ঝোরো ইনিংস।
সেইসঙ্গে শুভঙ্কর বলের ১৬ বলে ৩১ রানের ইনিংস। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মোহনবাগান। আরও একটা চ্যাম্পিয়নের ট্রফি এবার মোহনবাগানের ক্যাবিনেটে।
–
–
–
–
–
–
–
–
–
–
–