আইপিএলে বিদায় হওয়ার পরও নতুন ক্রিকেটার নাইট শিবিরে

0
3

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। রবিবার ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরে সরকারীভাবে আইপিএলে(IPL) যাত্রা শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কিন্তু সেই পরিস্থিতিতেও ক্রিকেটার নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। রভম্যান পাওয়েলের পরিবর্তে এবার শিবম শুক্লাকে(Shivam Shukla) নেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। আর এই সিদ্ধান্ত নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে মিশ্র প্রতিক্রিয়া।

এবারের আইপিএলে শুরু থেকেই নিজেদের ছন্দে ছিল না নাইট রাইডার্স(KKR)। কার্যত আইপিএল(IPL) স্থগিত হয়ে য়াওয়ার পরই তাদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। যদিও বেঙ্গালুরুর বিরুদ্ধে একটা হাল্কা আশা ছিল। সেটাও অবশ্য অঙ্কের বিচারে একেবারেই ক্ষীণ ছিল। কিন্তু সেই ম্যাচও বৃষ্টিতে ভেস্তে সব শেষ হয়ে গিয়েছে। সেদিনই অবশ্য শিবম শুক্লার(Shivam Shukla) নাম ঘোষণা করেছে নাইট রাইডার্স।

ভারত-পাক সমস্যার জেরে এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। সংঘর্ষ বিরতির পর ১৭ মে থেকে শুরু হয়েছে আইপিএল। অনেক বিদেশি ক্রিকেটাররাই নিজেদের না আসার কথা সেই সময় জানিয়ে দিয়েছিলেন। সেই পরিস্থিতিতেই বোর্ড একটি নতুন নিয়ম ঘোষণা করেছিল। যারা আসছে না তাদের পরিবর্তে ক্রিকেটার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজি গুলো। যদিও তারা শুধুমাত্র এই মরসুমেই খেলতে পারবেন।
সেই সুযোগ কাজে লাগিয়েই এবার শিবম শুক্লাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেটের ঘরোয়া মহলে রহস্য স্পিনার হিসাবেই পরিচিত তিনি।