অবসর নেওয়ার পরই বৃন্দাবনে বিরুস্কা

0
2

অবসর নেওয়ার একদিন পরেই বৃন্দাবনে সস্ত্রীক বিরাট কোহলি(Virat Kohli)। গত সোমবার টেস্ট ক্রিকেট(Test Cricket) থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর অবসর নিয়ে এই ক্রিকেট মহলে হৈচৈ চলছে। সেই পরিস্থিতিতেই সবকিছু থেকে দূরে বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দজীর আশ্রমে বিরুস্কা(Virushka)। বরাবরই কঠিন সময়ে এই আশ্রমে যেতে দেখা গিয়েছে বিরাট কোহলি(Virat Kohli)। আবারও সেখানেই গেলেন বিরাট কোহলি। প্রেমানন্দজীর আশ্রমেই কাটালেন দীর্ঘক্ষণ সময়।

গত সোমবার সোশ্যাল মিডিয়াতে আবাগতাড়িত বার্তা দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই কিংবদন্তী ক্রিকেটার। সেই থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে নানন প্রতিক্রিয়া প্রাক্তন ক্রিকেটার থেকে বর্তমান ক্রিকেটারদের। বিরাট কোহলির এই সিদ্ধান্তে মন ভেঙেছে তাঁর অগুন্তী ভক্তদেরও। কিন্তু বিরাট কোহলি(Virat Kohli) অবশ্য এসব থেকে খানিকটা দূরেই এখন থাকতে চাইছেন। সেই কারণেই বৃন্দাবনে পৌঁছে গিয়েছেন বিরুস্কা। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল।

এর আগেও বৃন্দাবনে এই আশ্রমে বারবার যেতে দেখা গিয়েছে বিরাট কোহলি। যখনই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন বিরাট কোহলি তখনই ছুটে গিয়েছেন প্রেমানন্দজীর এই আশ্রমে। টেস্ট ক্রিকেটে যখন সবচেয়ে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই সময় বেশ কয়েকবার এই আশ্রমে যেতে দেখা গিয়েছিল বিরাট কোহলি ও অনুস্কা শর্মাকে। সেখানে গিয়েই বোধহয় খানিকটা মনকে শান্ত করতে চান ভারতের এই কিংবদন্তী ক্রিকেটার।

বুধবার ফের একবার সেখানে সস্ত্রীক বিরাট। দীর্ঘক্ষণ সময় কাটান বৃন্দাবনে প্রেমানন্দজীর এই আশ্রমে। বিরাটের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।