তিব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

0
3

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে। তারপরেই সোমবার ভোরে তিব্বতে (Tibet) ভূমিকম্প হিমালয় পার্বত্য এলাকায় ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভূমিকম্পে (earth quake) হতাহতের কোনও খবর না থাকলেও জরুরি বাহিনী (emergency response service) মোতায়েন করেছে চিন (China) প্রশাসন।

সোমবার ভোর ৫.১১ মিনিটে কেঁপে ওঠে তীব্বত। চিনের ভূমিকম্প (earth quake) মাপক সংস্থার হিসাবে কম্পনের মাত্রা ছিল ৫.৫ রিখটার স্কেলে। ভারতীয় সিসমোলজি বিভাগের অনুসারে সেই মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎসস্থল তীব্বতের সিগাস্তে শহর।

সম্প্রতি বেশ কয়েকবার ভূমিকম্প প্রত্যক্ষ করেছে তিব্বত (Tibet)। জানুয়ারিতে ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ১২০ জনের। ফলে সোমবার তীব্বত কেঁপে উঠতেই জরুরি বাহিনীর (emergency response service) মোতায়েনের নির্দেশ জারি করেছে চিন।