অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

0
1

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত ‘অলচিকি’ লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর জন্মদিবসে রাজ্যে সরকারি ছুটি থাকে।

সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন,”প্রথিতযশা ভাষাতত্ত্ববিদ এবং অলচিকি লিপির (Alchiki script) উদ্ভাবক পণ্ডিত রঘুনাথ মুর্মুর (Raghunath Murmu) জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এটা আমাদের গর্ব আমাদের সাঁওতাল ভাইবোনেদের জন্য তাঁর অসাধারণ অবদানকে স্বীকৃতি জানিয়ে আমাদের সরকারই তাঁর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করেছে। এই পথিকৃৎ পদক্ষেপ এখন অন্যত্র অনুসৃত হচ্ছে। তাঁর নামে আমরা কলেজও করেছি। আমি আর একবার তাঁকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ”