কথায় -কবিতায়-গানে মৌ রায়চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

0
2

৭ মে, ২০২৪ মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হয় টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর কো চেয়ারপারসন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং বডি সদস্য, আজকাল দৈনিকের ডিরেক্টর মৌ রায়চৌধুরীর (Mou Ray Chowdhury)। দেখতে দেখতে পেরিয়ে গেল একটা বছর। বুধবার, সত্যম-জায়ার মৃত্যুবার্ষিকী পালিত হল। স্মৃতিচারণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, বেচারাম মান্না, সাংসদ পার্থ ভৌমিক, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান সব্যসাচী দত্ত, অদিতি মুন্সি, প্রদীপ ভট্টাচার্য, রবীন দেব, আলাপন বন্দ্যোপাধ্যায়, সমিত রায়, ইমন চক্রবর্তী-সহ সাহিত্য ও সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। কথায়, গানে, কবিতায়- মৌয়ের টুকরো টুকরো স্মৃতিচারণ করেন বিশিষ্টরা।

গান, কবিতা, লেখা সবকিছুতেই পারদর্শী ছিলেন সত্যম রায়চৌধুরীর স্ত্রী মৌ। তাঁর হাসিখুশি প্রাণবন্ত উজ্জ্বল উপস্থিতির কথা এখনও সবার মুখে মুখে। এদিন মনোজ্ঞ অনুষ্ঠানে SNU-র ছাত্রীরা তাঁদের প্রিয় ‘মৌ ম্যাডামের’ স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ জ্বেলে গাইলেন “আগুনের পরশমণি”।

স্মৃতিচারণা করেন শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষ্ণা চক্রবর্তী, ব্রততী বন্দ্যোপাধ্যায়। ছিলেন SNU-র উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। সেতার বাদক দেবজ্যোতি ঘোষ, শিল্পোদ্যোগী ও সাহিত্য অনুরাগী সমর নাগ, সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শ্যামল সেন, প্রচেৎ গুপ্ত, অভিনেতা টোটা রায়চৌধুরী।

ব্রততী বন্দ্যোপাধ্যায় কবিতায়, ইমন চক্রবর্তী, অদিতি মুন্সি কথায় স্মরণ করেন মৌ রায়চৌধুরীকে। রবীন্দ্রনাথ অনুরাগী মৌয়ের মৃত্যুবার্ষিকীতে রবি ঠাকুরের গান ছিল অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত।

আরও পড়ুন – পেহেলগাম হামলার উৎসে পৌঁছাতে কাশ্মীরের পর্যটক – স্থানীয়দের কাছে সাহায্যের আবেদন এনআইএ-র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_