করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

0
2

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই মৎস্যজীবীদের উপর হামলা চালায় শ্রীলঙ্কার জলদস্যুরা (Pirates)। অভিযোগ, ১০ লক্ষ টাকার সামগ্রী এবং যন্ত্রাংশ লুঠ করে তারা।

পুলিশ সূত্রে খবর, ৩০ মৎস্যজীবীর (Fisherman) একটি দল ছোট ছোট দলে ভাগ হয়ে কোড়িয়াক্কারাইয়ের দক্ষিণ-পূর্বে মাছ ধরছিলেন। মৎস্যজীবীদের দাবি, ভারতের জলসীমাতেই তাঁরা। সেই সময় স্পিডবোটে করে শ্রীলঙ্কার দিক থেকে জলদস্যুদের (Pirates) সশস্ত্র দল আসে। মৎস্যজীবীদের মারধর করে পর মাছ ধরার জাল, জিপিএস এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ লুট করে পালিয়ে যায়।
আরও খবরনাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

আহতদের নাগাপত্তিনমের জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মৎস্যজীবীরা। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখলে আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের রাস্তায় যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।