মাধ্যমিকে বাড়ল পাশের হার, ছাত্রদের পিছনে ফেলে এগিয়ে বাংলার কন্যাশ্রীরা 

0
2

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result 2025) প্রকাশিত হতেই দেখা গেল গত বছরের তুলনায় এই বছর পাশের হার বেড়েছে। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় ৮৬.৩১ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছিলেন। এ বছর পাশের হার ৮৬.৫৬ শতাংশ। ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে বাংলার কন্যাশ্রীরা। চলতি বছরের মাধ্যমিকের ছাত্রীদের সংখ্যা বেশি ছিল। ফলাফল ঘোষণা হতেই দেখা গেল ছেলেদের থেকে মেয়েরাই এগিয়ে রয়েছে। মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছেন ঈশানী চক্রবর্তী (Ishani Chakraborty), প্রাপ্ত নম্বর ৬৯৩। তিনি বাঁকুড়া কোতুলপুর সরোজ বাসিনী স্কুলের ছাত্রী। মেধা তালিকার প্রথম দশে তাঁর স্থান তৃতীয়।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ছাত্রীদের পড়াশোনার যাতে কোন অসুবিধা না হয় সেই কারণে কন্যাশ্রী প্রকল্প চালু করেন। আজ রাজ্যের প্রতিটি ঘরে মেয়েরা স্কুলে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়ে যায়। স্কুল স্তরে কন্যাশ্রী প্রকল্প প্রত্যেক ছাত্রীকে বিনা আর্থিক বাধায় পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাহায্য করেছে। মেয়েদের মধ্যে পড়াশোনা করার আগ্রহ বেড়েছে। আর বাংলার মেয়েরা কঠোর পরিশ্রম প্রতিভার জুড়ে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পেরেছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে দেখা গেল প্রথম দশের মেধা তালিকায় সাত জন ছাত্রী রয়েছেন। যা নিঃসন্দেহে যথেষ্ট গর্বের। মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম ঈশানির স্বপ্ন পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে গবেষক হওয়ার। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত পরিবার- শিক্ষকরা। এ বছর পাশের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, সেখানে ৯৬.৪৬ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে।